
বগুড়ায় কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৭০৯ জন
বগুড়া সংবাদদাতাবগুড়ায় এ পর্যন্ত ৭০৯ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন। তাদের কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এসব ব্যক্তির অধিকাংশই বিদেশফেরত।
বগুড়ায় গত ১৪ মার্চ থেকে বিদেশফেরতদের হোম কোয়রেন্টাইনে রাখা হচ্ছে। এ জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৩০৪ জন।
এদিকে, মঙ্গলবার বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে সন্দেহভাজন ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হবে বলে জানিয়েছেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহারুল ইসলাম।
বগুড়া/আখতারুজ্জামান/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/34ky1BM
0 comments:
Post a Comment