
যশোরে স্বামীর ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, যশোরযশোরে স্বামীর ইটের আঘাতে আতিরণ নেছা (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি মুন্সী বাগডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিন সন্তানের মা আতিরণ নেছা ওই গ্রামের শহর আলীর স্ত্রী। হত্যাকাণ্ডের পালিয়েছে শহর আলী।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় শহর আলী তার স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে আতিরণের মৃত্যু হয়।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই মুন্সী আনিছুর রহমান বলেন, পারিবারিক কলহে স্বামীর হাতে আতিরণ খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যশোর/রিটন/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/39RlfvP
0 comments:
Post a Comment