
বরিশালে চিকিৎসকসহ নতুন আক্রান্ত ২
নিজস্ব প্রতিবেদক, বরিশালবরিশালে চিকিৎসকসহ আরো একজন নতুন করে করোনায়ন আক্রান্ত হয়েছে। আক্রান্ত অপরজন মেডিক্যাল কলেজের ছাত্র।
এছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার (১৭ এপ্রিল) করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত বৃদ্ধার রিপোর্টও করোনা পজেটিভ এসেছে। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামে।
শুক্রবার (১৭ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশালে নতুন করে আক্রান্ত ওই চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। তার স্ত্রীও চিকিৎসক। তিনি আগে করোনায় আক্রান্ত হন।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। ওই চিকিৎসকের স্ত্রী উপজেলার বাকাল ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। তারা দুজনই বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গৌরনদী উপজেলায়।
শুক্রবার শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিন জনের করোনা পজেটিভ এসেছে। এই ইউনিটে ভর্তি থাকা ১৯ রোগীর মধ্যে সাত জনের করোনা পজেটিভ বলে জানান হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।
এখন পর্যন্ত বরিশাল জেলায় ১৭ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।
জে. খান স্বপন/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2VFwr9E
0 comments:
Post a Comment