
নরসিংদীতে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু
নরসিংদী প্রতিনিধিনরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
সদর উপজেলার মাধবদীর পুরানচর এলাকায় তার বাড়ি। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম নরসিংদী জেলায় একজন মারা গেলেন।
সোমবার (২০ এপ্রিল) তার লাশ দাফনের জন্য ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
গত ১৭ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাড়ি হতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে।
হানিফ/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2VIAiTD
0 comments:
Post a Comment