
অবশেষে ভোমরা ইমিগ্রেশন দিয়ে ফিরলেন ১৩ বাংলাদেশি
সাতক্ষীরা প্রতিনিধিদিনভর ভারতের ঘোজাডাঙ্গা জিরোপয়েন্টে অপেক্ষা শেষে সোমবার সন্ধ্যার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরলো ১৩ বাংলাদেশি। এর আগে সকাল ১০টায় তারা ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন অফিসে পাসপোর্ট এন্ট্রি করে জিরো পয়েন্টে আসার পর বিজিবি তাদের দেশে ঢুকতে বাধা দেয়।
বিজিবি তাদের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ঢোকার জন্য বলেন। কিন্তু বিএসএফ তাদের পাসপোর্ট এন্ট্রি করায় তারা দিনভর ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টে অপেক্ষায় ছিলেন। অবশেষে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সহযোগিতায় ভোমরা ইমিগ্রেশন হয়ে নিজ দেশে পা রাখেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাদের সদর হাসপাতালে আনার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, রাতে তাদের যুব উন্নয়ন অধিদপ্তর ভবনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী ১৪ দিন থাকার পর তারা নিজ বাড়িতে ফিরবেন।
তিনি আরো জানান, যারাই ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরবেন, তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনাক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
যারা ভারতে গিয়ে আটকে আছেন, তারা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
শাহীন/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2UMa2Zi
0 comments:
Post a Comment