
আপনি জানেন কি?
ক্রীড়া ডেস্কক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, ওয়ানডে ক্রিকেটে কোন ক্রিকেটার দ্রুততম এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন?
পাকিস্তানের ফখহার জামান এ রেকর্ডটি করেছেন। ওয়ানডের রান চার সংখ্যায় নিয়ে যেতে বাঁহাতি ওপেনার খেলেছেন ১৮ ইনিংস। মাত্র ১ বছর ৪৫ দিনেই এ রেকর্ড ছুঁয়েছেন ফখহার ।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফখহার জামানের উঠে আসা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য হাফ সেঞ্চুরির পর ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। তাতে ভারতকে বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো হারানোর স্বাদ পায় পাকিস্তান।
ফখহারের পর তালিকার সেরা চারে রয়েছেন ইমাম-উল-হক (১৯), স্যার ভিয়িয়ান রিচার্ডস (২১), কেভিন পিটারসেন (২১), জনাথন ট্রট (২১)।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2x6SIVF
0 comments:
Post a Comment