
কিশোরগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪১
কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জে নতুন করে আরও ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪১ জনে।
সোমবার (২০ এপ্রিল) কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) ১২৫ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৯ এপ্রিল ৪০ জনের পরীক্ষার ফলাফল জানানো হয়েছিল। সেখানে ২৩ জনের পজেটিভ এসেছে ও ১৭ জনের নেগেটিভ ছিল। সোমবার বাকি ৮২ জনের পরীক্ষার ফলাফল জানানো হয়। তাতে ৪৪ জনের পজেটিভ ও ৩৮ জনের নেগেটিভ আসে। নতুন ৪৪ জনসহ জেলায় মোট ১৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া, আরো তিনটি নমুনার ফলাফল এখনো আসেনি।
রুমন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3cwZcML
0 comments:
Post a Comment