
টাঙ্গাইলে করোনায় একই পরিবারের ৪ জনসহ নতুন আক্রান্ত ৫
নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলে নতুন করে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, বৃহষ্পতিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ঢাকার রোগত্বন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে গতকাল রাতে মুঠোফোনে রাতে ৫ জনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।
এদের মধ্যে সখীপুরে একই পরিবারের ৪ জন ও গোপালপুরে আরও একজন রয়েছেন। আক্রান্ত ৫ জনই এখন পর্যন্ত সুস্থ ও নিজ বাড়িতে রয়েছেন। আজ তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট এক হাজার ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আর দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
টাঙ্গাইল/সিফাত/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3eQvyUS
0 comments:
Post a Comment