
পাকিস্তানে করোনায় আক্রান্ত ৫,০০০
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাকিস্তান। রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ২৫৪ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। খবর সিএনএনের।
বিশ কোটির অধিক জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৬১ হাজার ৮০০ মানুষের করোনা টেস্ট করানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০০ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৭ জন করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর এই মিছিলের গতি কখনও ধীর হচ্ছে আবার কখনও দ্রুত। সর্বশেষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৮ লাখ ৫১ হাজার ৫৭৮ জন। আর মারা গেছেন এক লাখ ১৪ হাজার ১৭৫ জন।
ঢাকা/নাসিম/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/34xwTev
0 comments:
Post a Comment