
করোনার উপসর্গ থাকায় ৩ জন কোয়ারেন্টাইনে
বাগেরহাট প্রতিনিধিবাগেরহাটের ফকিরহাটে করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামের তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার। তাদের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ এর উপস্থিতি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, করোনার উপসর্গ থাকায় আমরা তিনজনকেই তাদের পরিবার থেকে আলাদা থাকতে বলেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম সব সময় পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য আমরা সকল ব্যবস্থা নিয়েছি। তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কোভিড-১৯ এর উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ডা. অসীম কুমার সমাদ্দার আরও বলেন, ‘তাদের জ্বর, সর্দি, মাথা ব্যাথা ও সামান্য শ্বাসকষ্ট রয়েছে। তবে কোনো বিদেশি বা করোনা সংক্রমিত লোকের সংস্পর্শে আসেননি বলে তারা জানিয়েছেন।
টুটুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2RrZvQL
0 comments:
Post a Comment