
গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদকগাজীপুরের সদর উপজেলার দেউলিয়াবাড়িতে অবস্থিত করিম স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ওই কারখানায় আগুন লাগে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে আগুন লেগে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশন, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল পরিমাণ তুলা, সুতা এবং মেশিন পুড়ে গেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা যায়নি। আগুনে হতাহত হয়নি।
গাজীপুর/হাসমত/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2VwjgI4
0 comments:
Post a Comment