
সরাইলে উপজেলা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ইনুছ মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সাড়ে ৩টার দিকে মিথ্যা অপ্রচার চালানোর দায়ে সৈয়দটুলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।\
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ।
ইনুছ উপজেলার সদর ইউপির সৈয়দটুলা গ্রামের মৃত. কাজী রেহমান মৌলভীর ছেলে।
সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার রাফি উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
ওসি নাজমুল আহমেদ জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র লোকজনকে সঙ্গে নিয়ে ইনুছ ‘কত থাকব উপবাস, খাবার দে’ লেখাযুক্ত ব্যানার নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা উপজেলা পরিষদের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহয়তার দাবিতে নানা শ্লোগান দেয়।
বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা আসেনি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। মানবেতর দিন কাটছে তাদের।
এর প্রেক্ষিতে সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার রাফি উদ্দিন বাদি হয়ে ইনুছ মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।
তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রুবেল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2xTxsmJ
0 comments:
Post a Comment