
মুন্সীগঞ্জে ৭ জন করোনা আক্রান্ত
মুন্সীগঞ্জ সংবাদদাতামুন্সীগঞ্জে দুই নারীসহ সাতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে আইইডিসিআর থেকে ফোনে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদকে এই তথ্য জানানো হয়েছে।
এরপর রাতেই মুন্সীগঞ্জ, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের এই বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার একজন এবং সিরাজদিখান উপজেলায় একজন নারী আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচজন পুরুষের মধ্যে গজারিয়ায় দুইজন। তাদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
গত বুধবার (৮ এপ্রিল) জেলার ১৬ জনের নমুনা জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয় পরীক্ষার জন্য। তাদের মধ্য থেকে সাতজনের রিপোর্ট পজেটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই নারায়ণগঞ্জের লিঙ্কে এবং টঙ্গীবাড়ীতে আক্রান্ত ব্যক্তি ঢাকার মিরপুর লিঙ্কে সংক্রমিত।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসারকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। আইইডিসিআর গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে।
সিভিল সার্জন জানান, আপততঃ জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত কর্মকর্তার সঙ্গে যারা দায়িত্বে ছিলেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, আক্রান্ত সকলের সঙ্গে আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। কারো অবস্থা এখনো গুরুতর নয়।
তাদের সকলের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
রতন/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/34uiGP7
0 comments:
Post a Comment