
আপনি জানেন কি?
ক্রীড়া ডেস্কক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, ফরম্যাট বিবেচনায় বাংলাদেশের সেরা বোলিং ফিগার কোন কোন বোলারের?
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এই পর্যন্ত সাদা পোষাকে মোট ১১৯ টি ম্যাচ খেলতে নেমেছে। এর মধ্যে টেস্টে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।
তাইজুল একমাত্র বোলার হিসেবে টেস্টে বাংলাদেশের পক্ষে ৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের পক্ষে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি আছে তিনজনের। এনামুল হক জুনিয়র (৭/৯৫), জিম্বাবুয়ের বিপক্ষে। সাকিব আল হাসান (৭/৩৬), নিউজিল্যান্ডের বিপক্ষে ও মেহেদি মিরাজ (৭/৫৮), ইংল্যান্ডের বিপক্ষে।
১৯৯৯ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করা বাংলাদেশ ১৯৮৬ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে লড়ে আসছে। গত ৩৪ বছরে এই পর্যন্ত টাইগাররা ওয়ানডে খেলেছে ৩৭৬ টি। আর সব ম্যাচের মধ্যে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার হলো মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের। দুজনই ২৬ রান দিয়ে নিয়েছেন ৬টি করে উইকেট।
মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে তাদের মাঠে এমন কীর্তি গড়েন। আর রুবেল হোসেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েন এমন কীর্তি। যে ম্যাচে রুবেল হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন। এই দুইজন ছাড়া ৬ উইকেট শিকারের কীর্তি আছে মুস্তাফিজের (৬/৪৩), ভারতের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আফতাব আহমেদ। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন আফতাব।
টি-টোয়েন্টি ফরম্যাট মাঠে গড়ানোর পর থেকে গত ১৪ বছরে বাংলাদেশ মোট ৯৬টি কুড়ি ওভারের ম্যাচ খেলতে নেমেছে। এর মধ্যে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার নিজের করে নেওয়ার গৌরব অর্জন করেছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।
নিজের অভিষেক টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন ইলিয়াস সানি। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩ রানে নেন ৫ উইকেট। এরপরে সাকিব ও মুস্তাফিজুর রহমান ৫ উইকেট পেলেও সানির চেয়েও বেশি রান দেন। সাকিবের বোলিং ফিগার ছিলো ৫/২০ এবং মুস্তাফিজের ৫/২২।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2RF0ai2
0 comments:
Post a Comment