
করোনাযুদ্ধে জয়ী হলেন ভূঞাপুরের সোহাগ
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত খন্দকার সোহাগ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে নিজ বাড়িতে ফেরেন।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা ও সাফলকুড়া গ্রামের তিন ব্যক্তির শরীরে গত ১২ এপ্রিল রাতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। পরের দিনেই তাদেরকে চিকিৎসার জন্য ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। বুধবার পরীক্ষা করে খন্দকার সোহাগের দেহে আর করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। তবে তাকে আরো কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
টাঙ্গাইল/সিফাত/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2Kpv3CS
0 comments:
Post a Comment