
বান্দরবানে দুই শতাধিক দোকান পুড়ে গেছে
বান্দরবান প্রতিনিধিবান্দরবানের থানচি উপজেলার প্রধান বাজারে অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, বাজারের কোনো দোকানের চুলা থেকে আগুনের সূচনা। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে একে একে বাজারে অবস্থিত দোকান ও বসতবাড়ি পুড়ে যায় ।
বান্দরবান শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, বাজারে থাকা ছোট-বড় ২০৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
এস বাসু দাশ/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3aCumRD
0 comments:
Post a Comment