
শ্রীপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকগাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে তারা রঙ্গিলা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মোবারক হোসেন বলেন, বরাদ্দ পাওয়ার পর গতকাল মঙ্গলবার এ ওয়ার্ডে তিনি এবং সংরক্ষিত আসনের নারী সদস্য মিলে ৯০টি হতদরিদ্র পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিয়েছেন। আবার বরাদ্দ এলে পর্যায়ক্রমে অন্যদেরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। বিকেলে এই এলাকায় বসবাসকারী বিভিন্ন করাখানার শ্রমিক ত্রাণের জান্য মানববন্ধন করেন। পর্যায়ক্রমে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টি বুঝিয়ে বললে তারা ঘরে ফিরে যান।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন সংবাদিকদের জানান, ঘটনার শোনার পরই ওই এলাকায় একজন প্রতিনিধি পাঠানো হয়েছে। স্বল্প আয়ের সকল মানুষের তালিকা করে খুব দ্রুতই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
গাজীপুর/হাসমত/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2x5wyU0
0 comments:
Post a Comment