
মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
জয়পুরহাট সংবাদদাতাজয়পুরহাটের পাঁচবিবির পাড়ইলে মোটরসাইকেলের ধাক্কায় মঞ্জুআরা বেগম নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে ধরনজী-কড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মঞ্জু আরা বেগম পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের ছামিদুল হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনসুর রহমান জানান, মঞ্জুআরা রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পাড়ইল এলাকায় রাস্তা পারাপারের সময় কড়িয়াগামী একটি মোটরসাইকেল মঞ্জুআরাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
শামীম/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2RE44YA
0 comments:
Post a Comment