
বরিশালে করোনায় আক্রান্ত ২ জন
নিজস্ব প্রতিবেদকবরিশালে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রায়েছেন তারা।
করোনায় আক্রান্তদের মধ্যে একজন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা। তার বয়স ৬০ বছর। অপরজন বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গার হাট এলাকার বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। ১১ এপ্রিল পরীক্ষার জন্য এই দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬২১ জন। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৬৪ জন। করোনার বিস্তার রোধে সরকার আগমী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সারা দেশে বন্ধ রয়েছে গণপরিবহন।
বরিশাল/স্বপন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2y6s4wq
0 comments:
Post a Comment