
সাভারে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু
সাভার প্রতিনিধিসাভারে করোনা উপসর্গ নিয়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বাসাটি লকডাউন করেছে প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) সাভার উপজেলার ছায়াবিথী এলাকায় নিজ বাড়িতে মারা যায় ওই কিশোর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কি না তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
ওই কিশোরের বাবা জানান, গত ২-৩ মাস ধরে তার ছেলে নিউমোনিয়ায় ভুগছিলো। তবে এক মাস ধরে তার সর্দি-কাশি ও জ্বর ছিল। ১২ দিন আগেও রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে আনা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, স্বেচ্ছাসেবীদের মাধ্যমে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কিশোরের দাফন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে সে যে বাসায় ছিলা তা লকডাউন করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, মৃত কিশোরের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য ইতিমধ্যে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
সাব্বির/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3chGOHp
0 comments:
Post a Comment