
ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদকরাজশাহীতে বাবা ও দুই ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাইনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার পালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় মাইনুলের সঙ্গে তার বাবা সাবদুল ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাবদুল ও তার আরও দুই ছেলে হাসিবুল ও লিটন তর্কে জড়িয়ে পড়ে। এসময় মাইনুলকে তারা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে মাইনুল গুরুতর আহত হলে স্থানীয়রা অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মাইনুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই মাইনুলের বাবা ও দুই ভাই বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
রাজশাহী/তানজিমুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3czYxKG
0 comments:
Post a Comment