
হাসপাতালে রোগীর মৃত্যু, নার্স-আয়াদের মারধর ভাংচুর
বাগেরহাট সংবাদদাতাবাগেরহাটের সদর হাসপাতালে মায়ের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে নার্স ও আয়াদের মারধর ও কক্ষ ভাংচুর করেছেন সন্তানরা।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নমিতা পাল (৭২) নামে এক রোগী মারা গেলে তার তিন ছেলে নার্স ও আয়াদের মারধর করেন। এর আগে বিকেল ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় নমিতা পালকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। নমিতা পাল বাগেরহাট শহরের বনিকপট্টি এলাকার মনিমোহন পালের স্ত্রী।
মারধরে আহতরা হলেন, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা খানম (৫৫), আয়া কোমেলা বেগম ও লাবণী বেগম। গুরুতর আহত মিনারা বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বিকেলে মুমূর্ষু অবস্থায় নমিতা পালকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রোগীর স্বজনরা তাকে খুলনা নিতে অপরাগতা প্রকাশ করলে তার চিকিৎসা শুরু করেন। রোগীকে অক্সিজেনসহ সব ধরণের সুবিধা দেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় রোগী মারা যায়। এতে ক্ষুব্ধ হয়ে নমিতার ছেলেরা মারধর শুরু করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ঘটনার পর থেকে মারধরকারীদের পাওয়া যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টুটুল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2xLxHjR
0 comments:
Post a Comment