
করোনার ‘পিক টাইম’ পার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশের অর্থনীতিতেও বড় ধরনের ধস নামার আশঙ্কা। আর্থিক ক্ষতি কাটাতে এই মহামারির মধ্যেই লকডাউন তোলার কথা ভাবছে আমেরিকানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী, মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠেছে তার দেশ। এ মাসেই কয়েকটি অঙ্গরাজ্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।
হোয়াইট হাউজের প্রতিদিনকার করোনা ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, গভর্নরদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার নতুন গাইডলাইন চূড়ান্ত করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দৃঢ় কণ্ঠে জানালেন, ‘আমরা সবাই ঘুরে দাঁড়াবো। আমরা আমাদের দেশকে আবার আগের অবস্থায় ফেরাতে চাই।’
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনার সংক্রমণ হয়েছে প্রায় ৬ লাখ ৩৫ হাজার এবং মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে। এখন মহামারির খারাপ সময় কাটিয়ে ওঠার পালা বললেন ট্রাম্প, ‘তথ্য-উপাত্ত বলছে, আমরা করোনাভাইরাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করেছি। আশা করি এভাবেই চলবে এবং আমরা উন্নতি দেখতে পাবো।’
প্রেসিডেন্ট বলেছেন, ৩৩ লাখ মানুষের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে এবং শিগগিরই চালু হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। এতে করে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হবে বিশ্বাস ট্রাম্পের।
আগামী ১ মে লকডাউন তোলার সম্ভাব্য দিন ঠিক করেছে ট্রাম্প প্রশাসন। তারও আগে কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া হতে পারে জানালেন রাষ্ট্রপ্রধান। আগেভাগে লকডাউন তোলা বিপজ্জনক হবে কিনা প্রশ্নে ট্রাম্প বলেছেন, ‘বন্ধ রেখেও তো মারা যাচ্ছে।’
অর্থনৈতিক স্থবিরতায় আমেরিকানদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে বলে জানালেন ট্রাম্প। লাখ লাখ লোক চাকরি হারিয়েছে এবং বেকারত্বের হার বাড়ছে আশঙ্কাজনকভাবে।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2yfoGiS
0 comments:
Post a Comment