
আপনি জানেন কি?
ক্রীড়া ডেস্কক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী ট্রিপল সেঞ্চুরি করা খেলোয়াড়ের নাম কী?
টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে ২৭ জন ক্রিকেটার মোট ৩১ বার ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর মধ্যে কেবল চারজন ক্রিকেটার দুইবার করে হাঁকিয়েছেন তিনশো।
এরমধ্যে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে স্যার গ্যারি সোবার্স ছুঁয়েছিলেন ট্রিপল সেঞ্চুরির ল্যান্ডমার্ক। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ২১ বছর ২১৩ দিন বয়সে তিনশো রান করার কীর্তি অর্জন করেন ক্যারিবিয়ান ক্রিকেটার সোবার্স। আর সে ম্যাচে সোবার্স করেন অপরাজিত ৩৬৫ রান। যা তখনকার সময় ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল। পরবর্তীতে ১৯৯৪ সালে তাঁরই স্বদেশি ব্রায়ান লারা ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রান করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু স্যান্ডহাম। তিনি ৩৯ বছর ২৭০ দিন বয়সে দেখেছিলেন ট্রিপলের দেখা। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্যাবাইনা পার্কে ৩২৫ রান করেছিলেন স্যান্ডহাম।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2VqpOrG
0 comments:
Post a Comment