
এক আফগানের ৩৩ বছরের রেকর্ড ভাঙার গল্প
ক্রীড়া ডেস্কআফগানিস্তান ক্রিকেটকে যদি শুধু টি-টোয়েন্টি দিয়ে মূল্যায়ন করা হয় তাহলে বোকামি ছাড়া কিছু-ই নয়!
ওদের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটের মান ঈশ্বর্নীয়। নীতি নির্ধারকরা জানেন তাদের কোথায় যেতে হবে। খেলোয়াড়রা জানেন তাদের তৈরি হতে হবে আন্তর্জাতিক পর্যায়ে লড়ার জন্য। সেজন্য তাদের ঘরোয়া ক্রিকেট বেশ প্রতিশ্রুতিশীল।
খুব বেশিদিন হয়নি আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে। কিন্তু এরই মধ্যে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন তাঁরা। বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে হারিয়েছে। ভারতের মাটিতে হারিয়েছে আয়ারল্যান্ডকেও। এছাড়া সাদা পোশাকে লড়াই করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও।
ঘরোয়া ক্রিকেটের সাফল্য তাদের লড়তে শিখিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। সীমিত পরিসরের ক্রিকেট তাদের বড় পরিচয় হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুত নিজেদের চেনাতে শুরু করছে আফগানরা। সাদা পোশাকে তেমনই এক সাফল্য আছে আফগান ব্যাটিং ‘যোদ্ধার’।
শফিকউল্লাহ শফিক ২০১৭ সালের ১১ এপ্রিল প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন। ভাঙেন ৩৩ বছর পুরোনো রেকর্ড। ১৯৮৪ সালে মাত্র ১২৩ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের ক্রিকেটার রবী শাস্ত্রী। শফিকউল্লাহ শাস্ত্রীর রেকর্ড ভাঙেন ৩৪ বল কম খেলে। কাবুলের জার্সিতে মাত্র ৮৯ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০১৬ সালে ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগ্যানের ব্যাটসম্যান অ্যানোরন ডোনাল্ড ১২৩ বলেই ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন।
আসাদবাদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিনে রেকর্ডবুক ওলটপালট করেন শফিকউল্লাহ। দ্বিতীয় ইনিংসে তার দল কাবুলের রান যখন ৩ উইকেটে ৫৮ তখন ব্যাটিংয়ে আসেন শফিকউল্লাহ। নিজের প্রথম ২৯ বলে ছয়টি ছক্কা ও দুটি চার হাঁকান শফিকউল্লাহ। দ্রুত পৌঁছে যান ফিফটিতে। পরের ২৩ বলে তাঁর ব্যাট থেকে আসে তিন চার ও পাঁচ ছক্কা। ৫২ বলে শফিকউল্লাহ দেখা পান প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। তিন অঙ্কের দেখা পাওয়ার পর ভয়ংকর হয়ে উঠেন ডানহাতি ব্যাটসম্যান।
২২ গজে যাকে পেয়েছেন তাকেই শাসন করেছেন। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন পরের ৩৭ বলে। ৮৯ বলে তাঁর রান ডাবল সেঞ্চুরি। শুধু বলের হিসেবে নয়, মিনিটের হিসেবেও শফিকউল্লাহ ভাঙেন শাস্ত্রীর রেকর্ড। ডাবল সেঞ্চুরি পেতে ১০৩ মিনিট ক্রিজে ছিলেন আফগান ক্রিকেটার। ভারতের বর্তমান কোচ শাস্ত্রীর লেগেছিল ১১৩ মিনিট।
১১ চার ও ২২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান শফিকউল্লাহ। প্রথম ইনিংসের ২ ছক্কা মিলিয়ে ম্যাচে তাঁর ছক্কা ছিল ২৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নেন তিনি। ২০১৪ সালে নিউজিল্যান্ডের কলিন মুনরো ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ২৩ ছক্কা মেরেছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি শফিকউল্লাহর ডাবল সেঞ্চুরি আছে টি-টোয়েন্টি ক্রিকেটেও। ২০১৭ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১ বলে ২১৪ করেছিলেন। তবে স্বীকৃতি টুর্নামেন্ট না হওয়ায় রেকর্ডবুকে ঠাঁই পায়নি তাঁর কীর্তি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/3a1SWe8
0 comments:
Post a Comment