
চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবন্দরনগরী চট্টগ্রামে নতুন করে আরও দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) –এ নমুনা পরীক্ষায় ওই দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত জনে।
স্বাস্থ্য পরিচালক জানান, নতুন করোনা শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজনের বয়স ৫৩ বছর। তিনি নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা বাসিন্দা এবং অপরজনের বয়স ৩৫ বছর। তিনি পাহাড়তলী থানার গোলপাহাড়ের ইস্পাহানি টেক্সাইল মিল এলাকার বাসিন্দা। তবে তারা কার সংস্পর্শে কিভাবে আক্রান্ত হয়েছেন এ ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ এলাকায় আশে-পাশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে প্রশাসন।
রেজাউল/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2y7ZpXG
0 comments:
Post a Comment