
সাতক্ষীরায় সরকারি আদেশ অমান্য করায় জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধিকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি ও সরকারি আদেশ অমান্য করায় এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ২৪ ঘণ্টায় ২৫টি মামলায় ২৫ জনের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি ও সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ২৫টি মামলার মাধ্যমে ২৫ জনের কাছ থেকে এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলায় সেনাবাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে।’
জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিন জেলা শহর এবং উপজেলাগুলোতে টহল অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
শাহীন গোলদার/সনি
from Risingbd Bangla News https://ift.tt/3bj4yLl
0 comments:
Post a Comment