
শেবাচিম হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগ লকডাউন
নিজস্ব প্রতিবেদকবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগ সাময়িক লকডাউন ঘোষণা করা হয়েছে।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরো এক রোগীর মৃত্যুর পরই হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড সাময়িক লকডাউন এবং ওয়ার্ডে দায়িত্বপালনকারী চিকিৎসক-নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় ৪০ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। করোনা সন্দেহে তাকে ওই দিন দুপুরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।
ডা. মো. বাকির হোসেন জানান, স্বজনরা সর্দি কাশির তথ্য গোপন করে গত ১৩ এপ্রিল হাসপাতালে এক রোগীকে জরুরি করেন। সেখান থেকে ওই রোগীকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
গত বুধবার (১৫ এপ্রিল) তার এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং রোগীকে তাৎক্ষণিক হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে পাঠায়। গতকাল বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ পাওয়া যায়।
এরপর পরই হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড সাময়িক লকডাউন এবং ওয়ার্ডে দায়িত্বপালনকারী চিকিৎসক-নার্স সহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বরিশাল/স্বপন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3ewrHfd
0 comments:
Post a Comment