
অভয়নগর উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদকযশোরের অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। অবৈধ অস্ত্র রাখার দায়ে চেয়ারম্যানের ছেলে শাহ আবিদ কামরানকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে শাহ ফরিদ জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সারোয়ার হুসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চেয়ারম্যানের ছেলে শাহ আবিদ কামরানকে আটক করা হয়। পরে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোর/রিটন/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2XwPnKy
0 comments:
Post a Comment