
কোম্পানীগঞ্জে পৃথক স্থানে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৃথকস্থান থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাতে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতদের একজন হলো- চরএলাহি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাংচিল গ্রামের আব্দুল গফুরের মেয়ে পারভিন আক্তার। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। অপরজন সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহম্মদনগর গ্রামের মাহমুদুল হকের ছেলে আব্দুল আজিম। সে বসুরহাট সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্কুলছাত্রী পারভিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার মা ও ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয়। শনিবার সকালে ওই ছাত্রীর ঘরে তার মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, মা ও ভাইয়ের সাথে অভিমান করে পারভিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় একটি দাগ রয়েছে। কিন্তু পারভিনের পরিবারের দাবি, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে সে।
অপরদিকে, শনিবার দুপুরে ঘরের বাইরে যাওয়া নিয়ে আজিমকে বকাবকি করে তার মা। এ ঘটনায় অভিমান করে শনিবার বিকালে নিজেদের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আজিম। নিহতের পরিবারের দাবি আজিম মানসিকভাবে অসুস্থ ছিল।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’
মাওলা সুজন/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2VEipVX
0 comments:
Post a Comment