
চাটমোহরের আরও একজনের করোনা শনাক্ত
পাবনা প্রতিনিধিপাবনার চাটমোহরে আরও একজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে।
নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি এর আগে করোনা আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত যুবকের (৩২) বাবা। তার বয়স ৬০ বছর। তিনি ছেলের সংস্পর্শে এসেছিলেন। তবে ছেলের মতো তার মধ্যেও করোনার লক্ষণগুলো তেমন স্পষ্ট নয় বলে জানা গেছে। এ নিয়ে পাবনায় দুইজনের করোনা শনাক্ত হলো।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইতোমধ্যে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই রোগীকে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল মাইক্রোবাসযোগে নারায়ণগঞ্জ থেকে ওই যুবক চাটমোহরের বামনগ্রামে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পর তিনি শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন।
পরে জানতে পেরে স্বাস্থ্য বিভাগ গত ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠায়। ১৬ এপ্রিল সন্ধ্যার পর ওই যুবকের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা প্রশাসন ওইদিন রাতেই তাকে পরিবার থেকে আলাদা করে হোম কোয়ারেন্টাইনে রাখেন। এছাড়া পরিবারের সদস্যসহ মোট ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। পরদিন ১৭ এপ্রিল দুপুরে ওই যুবককে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
শাহীন রহমান/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2XLQpSZ
0 comments:
Post a Comment