
সিপিএলে স্যামির দলে গেইল
ক্রীড়া ডেস্কক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নতুন দলে খেলবেন ক্রিস গেইল। তাকে রিটেইন করেনি জ্যামাইকা তালাওয়াস।
সেই সুযোগটি নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। গত ফেব্রুয়ারিতে সেন্ট লুসিয়া জুকস দলটি কিনে নেয় আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল ও জমজমাট টুর্নামেন্ট আইপিএলেও গেইল খেলছেন পাঞ্জাবের হয়ে। এখন দুই টুর্নামেন্টে গেইল খেলবেন একই মালিকের হয়ে।
সিপিএলের প্রথম চার আসর জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন গেইল। পরের দুই আসর খেলেন সেন্ট কিটসের হয়ে। সপ্তম আসরে তাকে আবারও দলে নেয় তালাওয়াস। পুরোনো জার্সিতে ফিরে দ্বিতীয় ম্যাচেই গেইল ১১৬ রানের নজরকাড়া ইনিংস খেলেন। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে হাসেনি তাঁর ব্যাট। পুরো মৌসুমে ২৪৩ রানের বেশি করতে পারেননি গেইল। তাঁর বাজে পারফরম্যান্সে ভুগেছে দলও। সবশেষ সিপিএলে জ্যামাইকা ছিল বটম অব দ্য টেবিলে।
অন্যদিকে সেন্ট লুসিয়া গ্রুপ পর্ব পেরুতে পারেনি। এবার শিরোপার প্রত্যাশায় শক্তিশালী দল গড়ার চেষ্টায় ফ্রাঞ্চাইজিটি। গেইলকে নতুন করে দলে নেওয়ার পাশাপাশি ড্যারেন স্যামিকে রিটেইন করেছে। গেইলকে দলে পাওয়ায় উচ্ছ্বসিত স্যামি। টুইটারে দুইবারের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক স্যামি বলেছেন,‘সেন্ট লুসিয়া এবং একজন অধিনায়ক হিসেবে সবচেয়ে ভালো খবর হচ্ছে ‘ইউনিভর্স বসকে’ দলে পাওয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন। আমি বিশ্বাস করি তাকে দেখে আমাদের তরুণ ওপেনাররা অনেক কিছু শিখতে পারবে।’
‘সেন্ট লুসিয়া জুকস দলে তাকে স্বাগত। তাকে অনুপ্রাণিত করার জন্য আমি একটা কথাই বলবো, তুমি সব সময় টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ছিলে এবং এ মুহূর্তে তোমাকে প্রমাণ করার এটাই হবে সেরা মঞ্চ। সিপিএল মাঠে গড়ানোর অপেক্ষায় আছি। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসলেই আমরা মাঠে ফিরব। দারুণ টুর্নামেন্ট আমাদের অপেক্ষায় আছে।’- যোগ করেন স্যামি।
আগামী ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে যথাসময়ে টুর্নামেন্ট হয় কিনা সেটাই দেখার। আয়োজকরা ক্লোজডোরে ম্যাচ আয়োজন করার চিন্তা করছে। পাশাপাশি করোনার কারণে কোনো বিদেশি ক্রিকেটারকে এবার নাও দেখা যেতে পারে।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/3aBIP0c
0 comments:
Post a Comment