
নরসিংদীতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
নরসিংদী প্রতিনিধিকরোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায় নরসিংদীতে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ।
বুধবার (২২ এপ্রিল) জেলা ছাত্রলীগের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন বাগহাটা গ্রামের মদনগঞ্জ রোডের পাশের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে।
এতে করে এ মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী।
নরসিংদীর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী শহর, নরসিংদী সদর ও মাধবদী থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কৃষকরা বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খোঁজা হচ্ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় ছাত্রলীগ নেতা হাসিবুর হাসান মিন্টু তার দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে দিয়েছেন। এ ধান কেটে দেয়ায় কৃষকের খুব উপকার হয়েছে। তাই ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল বলেন, ‘দেশের অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশে নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতির উদোগ্যে আমরা ধান কেটে কষকের ঘরে পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছি। তবে দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন খুশি, তেমনি ধান কেটে দেয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরাও।’
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুর হাসান মিন্টু জানান, করোনাভাইরাসের কারণে কৃষকেরা লোকবলের অভাবে বিপাকে পড়েছেন।
গ্রামের এসব অসহায় কৃষকের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলা সকল ছাত্রলীগ নেতা-কর্মীরা পাশে দাঁড়িয়েছে।
হানিফ/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2RXGGVU
0 comments:
Post a Comment