
চাঁদপুরে বেড়েছে নৌ পুলিশের তৎপরতা
চাঁদপুর সংবাদদাতাচাঁদপুরে লকডাউন কার্যকরি করতে নৌ পুলিশের তৎপরতা বেড়েছে। করোনায় চাঁদপুরকে নিরাপদ মনে করে জেলায় মানুষের প্রবেশ বাড়তে পারে। সে বিষয়টি মাথায় তৎপর হয়েছে নৌ পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) নদী পথের বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যবপক তৎপরতা চোখে পড়ে।
চাঁদপুর নৌ থানা এলাকায় নদীতে সার্বক্ষণিক মনিটরিংয়ে দুটি জাহাজ, চারটি স্পিড বোট ও একটি কান্ট্রি বোট ব্যবহৃত হচ্ছে।
নদীতে ট্রহলরত নৌ পুলিশের এসআই আল-আমিন জানান, নদীতে শুধু মানুষের ইন-আউটই নয়। এর সাথে মাদক, চোরাকারবারি প্রতিরোধ ও জাটক নিধন অভিযানও হচ্ছে। তাই নদীতে সব রকমের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধে নজরদারি করা হচ্ছে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, চাঁদপুর লকডাউনে রয়েছে। তাই নদীতে শুধুমাত্র পণ্যবাহী ট্রলার চলছে। এছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ নিশ্চিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইসমাইল মিয়া জানান, নৌ পুলিশের ডিআইজি মহোদয়ের নির্দেশে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এর সাথে করোনাভাইরাস ও মাদক চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত অন্য জেলার কেউ নদীতে চলাচল করতে গিয়ে আটক হয়নি। আমাদের এ অভিযান পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলমান থাকবে।’
অমরেশ দত্ত জয়/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2zd4Aq1
0 comments:
Post a Comment