
হবিগঞ্জে বজ্রপাতে গরু ব্যবসায়ীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লালু মিয়া (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুরাদপুর গ্রামের অলি মিয়ার ছেলে।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বাড়ির পাশে একটি কাজে গিয়েছিলেন লালু মিয়া। ঝড় শুরু হলে তিনি বাড়ি ফিরছিলেন। আচমকা বজ্রপাতে তিনি আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন চৌধুরী/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2xFtRZu
0 comments:
Post a Comment