
যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশির মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিযুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হামিদ (৭৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী পুরাতন কলেজ এলাকার হানিফ প্রফেসারের বাড়ির মৃত মৌলভী ইব্রাহিমের ছেলে।
গত সাত বছর ধরে তিনি পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা।
আব্দুল হামিদের ছোট ছেলে মিজানুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে তার বাবা জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। গত শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।
এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই হাসপাতালে মারা যান তিনি।
মওলা সুজন/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2XKtgQL
0 comments:
Post a Comment