
২২ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত!
নিউজ ডেস্কপ্রলংকারী করোনাভাইরাস বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এক প্রকার নির্বিচারে আক্রান্ত করে যাচ্ছে লাখ লাখ মানুষ। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দেওয়া তথ্যমতে ৫২টি দেশের ২২ হাজারেরও বেশি (২২,০৭৩) স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্যকর্মীরা একদিকে যেমন সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে কমিউনিটির মাধ্যমেও আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে পরিবারের সদস্যদের মাধ্যমে।
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি জোর দিয়েছে পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট), মাস্ক, গগলস, গ্লাভস ও গাউনের যথাযথ ব্যবহারের উপর।
স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে ডাক্তার ও নার্সরা করোনাভাইরাসে আক্রান্ত হলে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই সবার কথা চিন্তা করে স্বাস্থ্যকর্মীদের উচিত যথাযথভাবে পিপিইসহ অন্যান্য ইকুইপমেন্ট ব্যবহার করা। কারণ, তাদের সেবার উপর নির্ভর করছে অনেকের বেঁচে ফেরার সম্ভাবনা।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/3eb1hjf
0 comments:
Post a Comment