
ক্রিকেট রেকর্ড থেকে
ক্রীড়া ডেস্কক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দিব এবার।
আপনি জানেন কি, ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডধারীদের মধ্যে সাকিব আল হাসানের অবস্থান পঞ্চম?
ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের দখলে। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় ১১ ম্যাচের ১১ ইনিংসে শচীন ১ শতক ও ৬ ফিফটিতে ৬৭৩ রান করেছেন।
শচীন ছাড়া বিশ্বকাপের এক আসরে ৬০০ এর অধিক রান আছে আর কেবল চার ব্যাটসম্যানের। তাঁরা হলেন ম্যাথু হেইডেন, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার ও সাকিব আল হাসান।
এদের মধ্যে হেইডেন ২০০৭ বিশ্বকাপে করেন ৬৫৯ রান। রোহিত আর ওয়ার্নারের রান যথাক্রমে ৬৪৮ ও ৬৪৭। যা তাঁরা ইংল্যান্ডে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে করেন। একই আসরে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব ৮ ম্যাচের ৮ ইনিংসে ২ শতক ও ৫ ফিফটিতে করেন ৬০৬ রান। যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডে পঞ্চম সর্বোচ্চ।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2Vq8tAo
0 comments:
Post a Comment