
ফিনল্যান্ডে করোনা বিস্তার রোধে বিধি-নিষেধ শিথিলের ইঙ্গিত
জামান সরকার ফিনল্যান্ড থেকেকরোনাভাইরাস প্রতিরোধ এবং এর বিস্তার ঠেকাতে ফিনল্যান্ডে যে সমস্ত বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল তা পর্যায়ক্রমে শিথিলের ইঙ্গিত দিয়েছেন ফিনিস প্রধানমন্ত্রী সান্না মারিন।
রাজধানী হেলসিংকিসহ দক্ষিণ ফিনল্যান্ডেকে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের বিধিনিষেধ ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের বিধিনিষেধ সহজতর হতে যাচ্ছে। রেস্ট্রুরেন্ট, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। যদিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট এবং পিকআপ ও হোম ডেলিভারিতে খাবার সংগ্রহের জন্য রেস্ট্রুরেন্টগুলো প্রথম থেকেই খোলা ছিল।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতেরসংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার। সরকারি হিসাবে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশটিতে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা ১৪১ জন। ফিনল্যান্ডে এ পর্যন্ত ৬১ হাজার ৮০০ জনকে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করে ৪ হাজার ১৪ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে প্রায় তিন চতুর্থাংশ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন। এদিকে করোনার প্রভাবে যারা সাময়িকভাবে চাকরিচ্যুত অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার ইতোমধ্যে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে এবং আরও নতুন নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা আসবে বলে জানিয়েছে।
ঢাকা/এসএম
from Risingbd Bangla News https://ift.tt/3cIUSKB
0 comments:
Post a Comment