
বান্দরবানে ৩ জন করোনা আক্রান্ত
বান্দরবান প্রতিনিধিপার্বত্য জেলা বান্দরবানে আরও তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তারা জেলার লামা ও থানচি উপজেলার বাসিন্দা। এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক রোগী শনাক্ত হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বান্দরবান জেলা সিভিল সার্জন অং সুই প্রু বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য; তিনি থানচি সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। উপজেলার আরেকজন বড়মদকের বাসিন্দা। তিনি মারমা সম্প্রদায়ের পুরুষ।
লামা উপজেলায় করোনা আক্রান্ত মেরাখোলার মুসলিম পাড়ার বাসিন্দা; তিনি নারী। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠালে করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আক্রান্ত তিন রোগীকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনের রাখার ব্যবস্থা করা হবে বলে জানান সিভিল সার্জন কার্যালয়। এই তিন রোগীর সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করা হবে।
এ নিয়ে জেলায় চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। গত ১৬ এপ্রিল জেলায় প্রথম রোগী শনাক্ত হয়। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা। তিনি সম্প্রতি তাবলিগ জামাত থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
বাসু/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3cDuYYo
0 comments:
Post a Comment