
রায়গঞ্জে ৫৫ পরিবারকে খাদ্যসামগ্রী দিল ‘পুসার’
রাইজিংবিডি ডেস্কসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫৫টি হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়গঞ্জ (পুসার)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাড়ি বাড়ি গিয়ে খাদ্যপণ্য পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা।
প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১টি করে সাবান দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ করেন—শরীফুল ইসলাম নীরব, কানিজ ফাতিমা সোনিয়া, সাব্বির আহমেদ, দিবাকর দাস, আরিফ হোসাইন, আব্দুল্লাহ আল গালিব, আব্দুর রহমান, মাসুদ রানা, এমদাদুল হক সজিব, কাওসার আহমেদ, প্রিয়রঞ্জন পাল প্রমুখ।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক ও রবিউল ইসলাম আকন্দ বলেন, ‘সংগঠনটি নতুন। শিগগিরই একটি আহ্বায়ক কমিটি হবে। ভাবতে ভালো লাগছে যে, সংগঠনটির যাত্রা শুরুই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে। আশা করি, সামাজিক এ সংগঠনটি ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মানুষের জন্য ভালো কিছু করতে পারবে।’ বিজ্ঞপ্তি
ঢাকা/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/3ckHBaQ
0 comments:
Post a Comment