
চট্টগ্রামে মুদি দোকানে ওএমএস’র চাল, আটক ১
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি মুদি দোকানে ওএমএস’র চাল বিক্রির দায়ে বাবু (৪০) নামে এক দোকানিকে আটক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই দোকানিকে আটক করা হয়।
ইউএনও জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাট এলাকায় একটি মুদি দোকানে ওএমএস’র চাল বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রেতা ওএমএস’র চাল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির কথা স্বীকার করেছেন। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, ওএমএস’র চাল কীভাবে মুদি দোকানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।
চট্টগ্রাম/রেজাউল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3a1v4Yc
0 comments:
Post a Comment