
জামালপুরে আরও ৩ জন করোনায় আক্রান্ত
জামালপুর সংবাদদাতাজামালপুরে এক শিশুসহ নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সিভিল সার্জনকে এ তথ্য নিশ্চিত করেছে ময়মনসিংহের মাইক্রোবায়োলজি বিভাগ।
নতুন করে শনাক্ত হওয়া তিনজনের মধ্যে ১০ বছরের শিশুটির বাড়ি ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নে। আরেকজন সরিষাবাড়ির ডোয়াইল এলাকার। তিনি মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেন। আরেকজন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক।
নতুন এই তিনজন নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়ালো। এই ১১ জনের মধ্যে বকশীগঞ্জে দুইজন, দেওয়ানগঞ্জে দুই, মেলান্দহে দুই, মাদারগঞ্জে দুই, সরিষাবাড়িতে এক ও ইসলামপুরে দুইজন রয়েছেন। ইসলামপুরের এই দুইজনের মধ্যে একজন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, জামালপুরে ৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হবে।
সেলিম/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2Ry30Fo
0 comments:
Post a Comment