
সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২
নরসিংদী সংবাদদাতানরসিংদীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের এক টন চাল আত্মসাতের দায়ে এক ডিলার ও ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রায়পুরা উপজেলার নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম তাদের আটক করেন।
রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়ন থেকে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য মো. বাচ্চু মিয়াকে আটক করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার জানান, করোনাভাইরাসের কারণে সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। ওই ডিলারের গুদামে মজুদকৃত চাল থেকে এক টন চাল কম থাকায় ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
হানিফ/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3a83Z5M
0 comments:
Post a Comment